Main Menu

সুহিলপুরে ডাকাতদের সাথে পুলিশের গুলি বিনিময়: ডাকাতির সরঞ্জামসহ কুখ্যাত ডাকাত কামাল গ্রেফতার।

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও  এসআই/মনিরুজ্জামান ভুইয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ০১.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করার সময় অত্র থানাধীন সুহিলপুর ৩নং গ্যাস ফিল্ডের অনুমান ৩০০ গজ দক্ষিণে কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্বপার্শ্বে খালি জায়গায় উপস্থিত হওয়া মাত্রই ৩০/৩৫ জনের একটি ডাকাত দল পুলিশের উপর লক্ষ্য করিয়া এলোপাথারী বোমা নিক্ষেপ ও গুলি বর্ষন শুরু করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুরে এবং এ সময় ঘটনাস্থল হতে ০১ জন কুখ্যাত ডাকাত কামাল মিয়া (৪০), পিতা-হারেছ মিয়া, সাং-দক্ষিণ সুহিলপুর হিন্দুপাড়া বর্তমান আওরকাওর মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে একটি দেশীয় তৈরী পাইপগান সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীর স্বীকারোক্তী ও দেখানো মতে, ডাকাতি করার কাজে ব্যবহৃত ০১টি পাইপগান, ০২টি রামদা, ০২টি বোমা, ০২টি বন্দুক (পাইপগান) এর কার্তুজ ও ০৩টি গুলির খোসা উদ্ধার করা হয়। উক্ত উদ্ধার সংক্রান্তে বর্ণিত আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে কামাল সহ আরো অজ্ঞাতনামা ৩০/৩৫ জন ডাকাত একত্রে ঘটনাস্থল সুহিলপুর ৩নং গ্যাস ফিল্ডের অনুমান ৩০০ গজ দক্ষিণে কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্বপার্শ্বে খালি জায়গায় সমবেত হয়েছিল বলে জানা যায়। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি






Shares