Main Menu

সরাইলে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক

+100%-


প্রতিনিধি॥ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষে ওসিসহ ৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এসময় পুলিশ অর্ধশতাধিক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়. উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের সিএনজি ভাড়াকে কেন্দ্র করে চেয়ারম্যান গোষ্ঠীর চালক রুক্কু মিয়া ও আশ্রাফ আলীর গোষ্ঠীর চালক লিটন মিয়ার মধ্যে কথা কাটা হয়। রবিবার দুপুর ১ টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ করে ও অর্ধশতাধিক রাউন্ড টিয়ার সেল ও শর্ট গানের গুলি ছুড়ে নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালে ১০/১২টি দোকানপাট ব্যাপক ভাংচুর চালায় দাঙ্গাবাজরা। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের মোতায়েন রয়েছে।  






Shares