Main Menu

সরাইলে বিলবোর্ড ভেঙ্গে পুলিশসহ আহত ৫

+100%-


মোহাম্মদ মাসুদ : সরাইলে ঝড়ে বিলবোর্ড ভেঙ্গে পড়ে এক পুলিশ সদস্য সহ তিন ব্যক্তি আহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে সাফকো সিএনজি ফিলিং ষ্টেশনের নিকটে এ ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যকে ঢাকায় প্রেরন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সিএনজি চালক রেজন মিয়া ও নুরুল ইসলাম জানায়, কিশোরগঞ্জ জেলার দুইজন পুরুষ পুলিশ কন্সটেবল ও দুইজন মহিলা কন্সটেবল একজন মহিলা আসামী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে রওয়ানা দিয়েছিলেন। বিশ্বরোড মোড়ে আসার পর প্রচন্ড গতিতে ঝড় শুরু হয়। তারা মহাসড়কের পাশে শরীফের ছোট চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে দোকান সংলগ্ন স্থানের একটি বড় বিলবোর্ড ভেঙ্গে দোকানের উপর পড়ে যায়। এতে দুটি দোকানের একাংশ দুমড়ে মুচড়ে যায়। বিলবোর্ডের খুঁটির নীচে পড়ে গুরুতর আহত হন পুলিশ কন্সটেবল মোঃ আজহারুল ইসলাম (৪৬) নং-১৩৭৪। তাকে টেনে খিচরে কোন রকমে লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। অবস্থার দ্রুত অবনতি দেখে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউ-তে আছেন। আহত অন্যরা হলেন- কবির মিয়া (৪৫) ও সরাইলের বুড্ডা গ্রামের আহাম্মদ মিয়া (৪০)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Shares