Main Menu

সরাইল থেকে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল,প্রতিনিধি :
নাসিরনগর থেকে অপহৃত স্কুল ছাত্র শ্রী কৃষ্ণ সরকার (১২) সরাইল থেকে উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোরে সরাইল প্রেস ক্লাবের সভাপতির মাধ্যমে উদ্ধারকৃত ছাত্রকে তার মা বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, কৃষ্ণ সরকার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার রাধানগর গ্রামের প্রদীপ সরকারের পুত্র। নাসিরনগর উপজেলার আলাকপুর গ্রামের বাসিন্ধা জয়দেব সরকার তার মামা। মামার বাড়িতে থেকে কৃষ্ণ নাসিরনগর বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীতে পড়ছে। স্কুল বন্ধ থাকায় গত সোমবার সকালে কৃষ্ণ তার মামার সাথে জমিতে কৃষিকাজ করতে যায়। সেখান থেকে অপহরন কারীরা তাকে অজ্ঞান করে অপহরনের পর সিএনজি অটোরিক্সায় রওয়ানা দেয়। সরাইল হাসপাতাল মোড় আসার পর কৃষ্ণের জ্ঞান ফিরে। গাড়িতে বসে সে চিৎকার করতে থাকে। তখন চতুর দুই অপহরনকারী কৃষ্ণকে ফেলে পালিয়ে যায়। বিকেলে উপজেলা সদরে এলোমেলো ভাবে ঘুরতে দেখে সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান কৃষ্ণকে নিয়ে খাবার খাওয়ান। পরে সে অনেকটা সুস্থ্য হয়। কৃষ্ণের কাছ থেকে সব কিছু জেনে তিনি তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিতিষ সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। ওই প্রধান শিক্ষক কৃষ্ণের পরিবারের সকলকে নিয়ে সরাইলে এসে কৃষ্ণ সরকারকে নিয়ে যান।






Shares