সরাইলে পরিবহন ডাকাত হেলাল গ্রেপ্তার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![]() মোহাম্মদ মাসুদ : সরাইলে মহাসড়কের পরিবহন ডাকাত হেলাল (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল হেলাল। পুলিশ জানায়, ডাকাত হেলাল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামের জমির আলীর ছেলে। একটি গ্রুপের সাথে মিলে সে দীর্ঘ দিন যাবত বিভিন্ন পরিবহনে ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল ১১টায় সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামাবাদ চক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন। তার কাছ থেকে স্থানীয় একাধিক সংঘবদ্ধ ডাকাত দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ বলেন, ডাকাত দলের মূল উৎপাটনে আমরা দূঢ় প্রতিজ্ঞ। এ বিষয়ে আমরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছি। |