Main Menu

উন্নয়ন যদি কোনো শিল্প হয় তাহলে এই শিল্পের মহান কারিগর জননেত্রী শেখ হাসিনা- মঈনদ্দিন মঈন

+100%-

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগনেতা সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মঈনদ্দিন মঈন বলেন, উন্নয়ন যদি কোনো শিল্প হয় তাহলে এই শিল্পের মহান কারিগর জননেত্রী শেখ হাসিনা, উন্নয়ন যদি কোনো কাব্যগ্রন্থ হয় তাহলে এই কাব্যগ্রন্থেনর রচয়িতা মাটি মানুষের নেত্রী শেখ হাসিনা, তিনি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নিবার্চনে নৌকায় ভোট দিয়ে আবারও বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে হবে। শনিবার বিকালে সরাইল উপজেলার পানিস্বর ইউনিয়নের সীতাহরন গ্রামে স্থানীয় ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি আরো বলেন, আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত এর মাধ্যমেই আপনাদের সেবা করতে চাই,সরাইল-আশুগজ্ঞবাসী যদি সুযোগ নেয় আজীবন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
স্থানীয় আওয়ামীলীগনেতা এলাকার প্রবীন ব্যাক্তিত্ব আব্দুর রুফ মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান কবির, পানিস্বর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান মিষ্টার, মুজিবুর রহমান মেম্বার, তৌফিক মেম্বার, ইজজত আলী মেম্বার, দুলু মেম্বার,জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়লান আবেদীন, পানিস্বর ইউ.পি ছাত্রলীগের সভাপতি হানিফ মিয়া, ছাত্রলীগনেতা দেলোয়ার,যুবায়ের,খালেদ,কাউছার,জিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর এই গ্রামে আওয়ামীলীগের কোনো সভা হয়নি, দীর্ঘদির পর আমরা একজন যোগ্যনেতা পেয়েছি তার নেতিত্বে আমরা এগিয়ে যেতে চাই।(প্রেস বিজ্ঞপ্তি)






Shares