Main Menu

সরাইলে নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল :ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মজীবী নারী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচ শতাধিক নারীদের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়।  
সূত্র জানায়, সরাইল উপজেলার বিভিন্ন স্তরে কর্মরত নারী প্রতিনিধি,কর্মজীবী নারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক’ প্রতিপাদ্যের ওপর সংলাপ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহজাহান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সম্পাদক বদর উদ্দিন প্রমুখ।


Shares