Main Menu

সরাইলে গৃহ বধুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

+100%-

সরাইল প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার সকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রাম থেকে সুমিত্রা রানী দাস (২০) নামের এক গৃহ বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ মারধর করে তাকে হত্যা করেছে স্বামী জীবন চন্দ্র দাস (২৫)। গৃহ বধুর লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ধীতপুর গ্রামের সোনা মোহন দাসের কন্যা সুমিত্রার সাথে এক/ দেড় বছর আগে বিয়ে হয় নোয়াগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের নরেশ চন্দ্র দাসের পুত্র জীবন চন্দ্র দাসের। স্বামী জীবনের মাদক সেবনে বাঁধা দিত স্ত্রী সুমিত্রা। তাই বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামীর সাথে বিরোধ চলছিল সুমিত্রার। গত সোমবার রাতে মাদক সেবন করে বাড়িতে আসে জীবন। স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। এক পর্যায়ে স্ত্রী সুমিত্রাকে বেধরক পেটায় জীবন। ভোর বেলা স্বামী জীবন ও তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা জীবনের বসত ঘরের মেঝেতে সুমিত্রার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গৃহবধু সুমিত্রার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সুমিত্রার বাবা সোনা মোহন দাস অভিযোগ করে বলেন, মাদকের টাকার জন্য জীবন প্রায়ই আমার মেয়েকে নির্যাতন করত। গত সোমবার রাতেও মারধর করে তাকে হত্যা করে ঘা ঢাকা দিয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিহত গৃহবধুর শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। গৃহবধুর বাবা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর ভিত্তিতে তদন্ত চলছে।






Shares