Main Menu

সরাইলে সড়ক দূর্ঘটনায় দুই শ্রমিক গুরুতর আহত ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘন্টা বন্ধ

+100%-

প্রতিনিধিঃ ঢাকা -সিলেট মহা সড়কের সরাইলে সড়ক দূর্ঘটনায় দুই পরিবহন শ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল দুপুরে মহাসড়কের শাহবাজপুর জিলানী পাম্পের নিকট এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী বালু বোঝাই একটি ট্রাক শাহবাজপুর দ্বিতীয় গেইটে পাম্পের নিকট আসা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির  মালবাহী একটি ট্রাকের (চুয়াডাঙ্গা-ট, ১১-০৪৭৬) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় বালু বোঝাই ট্রাকটি। ট্রাকের চালক সদর উপজেলার বুধল ইউনিয়নের জংলীসার গ্রামের সামছুল হকের পুত্র জাহাঙ্গীর (৩০) ও হেলপার সরাইলের বাড়িউড়া গ্রামের মুছা মিয়ার পুত্র আবু ছালেক (২৫) গুরুতর আহত হয়ে ট্রাকের ভিতরে আটকা পড়ে। তাদের আর্তচিৎকারে পরিবহন শ্রমিকের পাশাপাশি আশ পাশের সহস্রাধিক গ্রামবাসী এসে আটক শ্রমিকদের উদ্ধার কাজে যোগ দেয়। হাইওয়ে পুলিশ ও সরাইল থানা পুলিশ উদ্ধার কাজে সহায়তা করেন। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর সাধারন লোকজনের সহায়তায় রেকারের সাহায্যে পুলিশ গুরুতর আহত দুই শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পাঁচ মিনিট পর জেলা থেকে ষ্টেশন মাষ্টার মোঃ অলি উল্লাহর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দূর্ঘটনাস্থলে পৌঁছে। দূর্ঘটনার কারনে দুপুর বারটা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সড়কের উভয় দিকে ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুপুর দুইটায় যান চলাচল স্বাভাবিক হয়।   






Shares