সরাইলে ১০ মাস অনুপস্থিত দুই ইউপি সদস্য বেতন পাচ্ছেন
সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য গত ১০ মাস যাবত পরিষদের সকল কর্মকান্ডে অনুপস্থিত রয়েছেন। এতে ব্যাহত হচ্ছে স্থানীয় উন্নয়ন মূলক কর্মকান্ড। অনুপস্থিত ইউপি সদস্যরা হলেন- ২নং ওয়ার্ডের মোঃ হাবিবুল্লা ও ৩নং ওয়ার্ডের মোঃ নাসির উদ্দিন। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান দুই ইউপি সদস্যদের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে বলেন, ওই দুই ইউপি সদস্য হত্যা মামলার আসামি হয়ে পলাতক আছেন। তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। ইউপি সচিব রায়ধন দেবনাথ বলেন, ইউপি সদস্য হাবিবুল্লা ও নাসির উদ্দিন ২০১২ সালের ৪ অক্টোবর থেকে পরিষদে মাসিক সাধারণ সভাসহ সকল কর্মকান্ডে অনুপস্থিত। এলাকাবাসী জানায়, ওই দুই ইউপি সদস্য হত্যা মামলার আসামি হয়ে ১৭ মাস যাবত এলাকা ছাড়া। তাদের অনুপস্থিতির কারণে উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার লোকেরা নানা দূর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। |