Main Menu

সরাইলে ১০ মাস অনুপস্থিত দুই ইউপি সদস্য বেতন পাচ্ছেন

+100%-

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য গত ১০ মাস যাবত পরিষদের সকল কর্মকান্ডে অনুপস্থিত রয়েছেন। এতে ব্যাহত হচ্ছে স্থানীয় উন্নয়ন মূলক কর্মকান্ড। অনুপস্থিত ইউপি সদস্যরা হলেন- ২নং ওয়ার্ডের মোঃ হাবিবুল্লা ও ৩নং ওয়ার্ডের মোঃ নাসির উদ্দিন। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান দুই ইউপি সদস্যদের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে বলেন, ওই দুই ইউপি সদস্য হত্যা মামলার আসামি হয়ে পলাতক আছেন। তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। ইউপি সচিব রায়ধন দেবনাথ বলেন, ইউপি সদস্য হাবিবুল্লা ও নাসির উদ্দিন ২০১২ সালের ৪ অক্টোবর থেকে পরিষদে মাসিক সাধারণ সভাসহ সকল কর্মকান্ডে অনুপস্থিত। এলাকাবাসী জানায়, ওই দুই ইউপি সদস্য হত্যা মামলার আসামি হয়ে ১৭ মাস যাবত এলাকা ছাড়া। তাদের অনুপস্থিতির কারণে উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার লোকেরা নানা দূর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের একাধিক সদস্য জানান, স্থানীয় সরকারের ম্যানুয়াল অনুযায়ী কোন ইউপি সদস্য পর পর তিনবার মাসিক সভায় অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হওয়ার কথা। এখানে ইউপি চেয়ারম্যানের কারণে দীর্ঘ ১০ মাস অনুপস্থিত থেকেও ওই দুই ইউপি সদস্য এখনও তাদের সদস্য পদ আকঁড়ে ধরে আছেন। তাদের অনুপস্থিতির সুযোগে ইউপি চেয়ারম্যান ওই দুই ওয়ার্ডে নানা উন্নয়ন বরাদ্দ প্রদান বন্ধ রেখেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় ইউপি সদস্য হাবিবুল্লা ও নাসির উদ্দিনসহ অন্যদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে মোঃ মনির হোসেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।






Shares