Main Menu

সরাইলে প্রতিবন্ধীদের মাঝে সমাজসেবার সুদ বিহীন দেড় ঋণ বিতরণ

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ে গতকাল রোববার ১২ জন প্রতিবন্ধীদের মাঝে সুদ বিহীন সহজ কিস্তির দেড় লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী পূর্নবাসন কার্যক্রম এর আওতায় (পুনঃ বিনিয়োগ) ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা সমাজসেবা বিভাগের মোঃ জামাল উদ্দিন, অমল চন্দ্র দেব বর্মন, মোঃ রাকিব মিয়া, রুবি জাহান, মোঃ জুনায়েদ আহমেদসহ অন্যান্যরা। উপস্থিত প্রতিবন্ধীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ভাতা চালু রেখেছে। সমাজসেবা বিভাগ থেকে সুদ বিহীন ঋণ গ্রহণ করে প্রতিবন্ধী অনেক নারী-পুরুষ স্বাবলম্বী হয়েছেন। তাদের সংসারে ফিরে এসেছে সচ্ছলতা। ঋণের টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে প্রত্যেকে সফলতা অর্জন করা সম্ভব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, এই উপজেলায় ৬০৪ জন প্রতিবন্ধী নারী-পুরুষ রাষ্ট্রীয় ভাতা ভোগ করে আসছেন। সুদ বিহীন ঋণ সুবিধা ভোগ করছেন দুই শতাধিক প্রতিবন্ধী। অনেকে স্বাবলম্বী হয়েছেন।






Shares