Main Menu

খিলাতলী আখড়ার দীঘিতে মাছ চাষ

+100%-

প্রতিনিধি  ॥  শ্রী শ্রী জগন্নাথ দেবতা মন্দিরের বড় পুকুরটি খিলাতলী আখড়ার দীঘি বলে পরিচিত। বহুল পরিচিত এই দীঘিতে মাছ চাষ করা হয়েছে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের খিলাতলী এ পুকুরটি পাঁচ বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোহাম্মদ হোসেন। মন্দিরের পক্ষ থেকে দীঘিটি ইজারা দেন শ্রী সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী। গত ২৫ জানুয়ারী পুকুর ইজারাদার মন্দির পরিচালনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য বক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে নয় একর পরিমাণ এ বিশাল পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মেম্বার ছিদ্দিক আলী, শংকর ভট্টাচার্য্য, দিনবন্ধু দেবনাথ, রসিদ সরদার, ছিদ্দিকুর রহমান, আউয়াল মিয়া, নান্নু মিয়া, মনা মিয়া প্রমূখ। ইজারাদার মোহাম্মদ হোসেন এ পুকুর চাষে এলাকা সকলের সহযোগিতা কামনা করেন। শ্রী সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী জানান, পাঁচ বছরের জন্য মন্দিরের এই পুকুর সাড়ে ১৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। এ টাকা মন্দির উন্নয়নে ব্যয় করা হবে।






Shares