Main Menu

সরাইলের শাহবাজপুরে বি.এন.পির কমিটি গঠন

+100%-

সরাইল  প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহ্বাজপুর ইউনিয়ন শাখার  উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে শাহ্বাজপুর বহুমূখী উচ্চবিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন আবদুর শুক্কুর মেম্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি.এন.পির উপদেষ্টা জনাব ড.আজিজ আহাম্মদ। জেলা বি.এন.পির সদস্য এবং  শাহ্বাজপুর ইউনিয়ন বি.এন.পির যুগ্ন আহবায়ক আশরাফুল করিম (রিপন) । সভায় সিদ্ধান্ত হয় প্রত্যেক ওয়ার্ড কমিটি হইতে ৫জন কাউন্সিলাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে।  পরে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । এরা উভয়ে  ৩৩ ভোট পেয়ে, সভাপতি নির্বাচিত হয় আব্দুর শুক্কুর মেম্বার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নুরুল আমিন (নুরুল)। নির্বাচন পরিচালনা করেন বি.এন.পির সাবেক সহ-সভাপতি তৌহিদুজ্জামান, হান্নান মেম্বার, সুবান মেম্বার, রাহিম মেম্বার ও ফরহাদ মেম্বার। আব্দুর শুক্কুর মেম্বার সভাপতি ও নুরুল আমিন (নুরুল) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নেতা কর্মীরা আনন্দ মিছিল করেন। পরে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।