সাবেক ইউপি চেয়ারম্যান সত্যেন্দ্র মোহন সরকার সেন্টু আর নেই
সরাইল উপজেলার ৯নং শাহজাদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শালিসকারক মলাইশ গ্রামের কৃতি সন্তান সত্যেন্দ্র মোহন সরকার ওরফে সেন্টু চেয়ারম্যান (৬৫) গত শনিবার দিবাগত রাত ৩টায় ঢাকা ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে হৃদরোগ জনিত কারণে পরলোকগমণ করেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে এলাকায় শোকের মাতম বইছে। প্রয়াতের বাড়িতে দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষের ঢল। তাঁর মৃত্যুর সংবাদ শুনে ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল, আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান শের আলম, বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ প্রয়াতের মরদেহ দেখতে আসেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকালে প্রয়াতের নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক শ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, তিনি ১৯৯২-৯৬ সাল পর্যন্ত ৯নং শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও এর আগে তিন তিনবারে সফল নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।