সরাইল থানায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরাইল থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।শনিবার (২৪ সেপ্টেম্বর) ১২টায় সরাইল থানা মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল আনন্দময়ী কালীবাড়ির সভাপতি দিলিপ বণিক, পরিমল দেব, ইন্দ্র মোহন দাস, সঞ্জয় দত্ত, বিশ্বজিৎ মল্লিক, সরাইল প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব খান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান , নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, সরাইল পূজা উদজাপন কমিটির সভাপতি বাবু দেবদাস সিংহ রায় , সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস প্রমুখ।