Main Menu

সরাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ১৬ প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার

+100%-

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠতিব্য ৩য় ধাপের নির্বাচনে সরাইল উপজেলাধীন ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হয়েছে।

সরাইল উপজেলা আওয়ামীলীগের লিখিত সুপারিশের প্রেক্ষিতে জেলা আওয়ামীলীগ কর্তৃক জরুরি ভিত্তিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দল থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- সরাইল সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার, আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী হাজী ইউনুছ মিয়া (ইনু মিয়া), পানিশ^র ইউনিয়নে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান মিষ্টার, শাহজাদাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আঙ্গুর মিয়া খাদেম, মোটর সাইকেল প্রতীকের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম খোকন, শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মাসুদ রানা রুবেল, অটো রিক্সা প্রতীকের বিদ্রোহী প্রার্থী রাজী আহমেদ রাজ্জি, নোয়াগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আফতাব মিয়া, টেলিফোন প্রতীকের বিদ্রোহী প্রার্থী এমরান মিয়া, অটোরিক্সা প্রতীকের বিদ্রোহী প্রার্থী কাজল চৌধুরী, ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী সাইমন মিয়া, পাকশিমুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী আলফু মিয়া, চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ্ মিয়া, দুটি পাতা প্রতীকের বিদ্রোহী প্রার্থী কুতুবুল আলম, অটোরিক্সা প্রতীকের বিদ্রোহী প্রার্থী আবুল কাসেম, চুন্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির।

আওয়ামীলীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনভুক্ত উল্লেখিত ব্যক্তিরা এসব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলে দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করায় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাহাদের প্রত্যেককে দল থেকে বহিস্কারপূর্বক দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে মর্মে জেলা আওয়ামীলীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






Shares