Main Menu

সরাইল রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেডক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ, সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, আওয়ামিলীগ নেতা মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সম্পাদক মাহবুব খান প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম বলেন, জেলা রেডক্রিসেন্ট ইউনিট সবসময় শীতার্তদের পাশে এগিয়ে এসেছে এবছরও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।






0
0Shares