Main Menu

সরাইল :: মুজাহিদ ও সাকা’র ফাঁসির রায় বহাল থাকায় আনন্দ মিছিল

+100%-

sarail pic 19-11-15মোহাম্মদ মাসুদ, সরাইল :: যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়ে এবং অবিলম্বে তাদের ফাঁসি কার্যকরের দাবিতে গত কাল বৃহস্পতিবার বিকেলে দুপুরে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে মুক্তিযুদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিল সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভপতি প্রার্থী পায়েল হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, ছাত্রনেতা মাজহারুল ইসলাম, মো. শামিম মিয়া, আবসার ইদ্দিন প্রমুখ।