Main Menu

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

+100%-

sabমোহাম্মদ মাসুদ,সরাইল থেকে ঃ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় অবরোধ করেছে ব্রাহ্মণবাড়িয়া লোকাল বাস শ্রমিক ইউনিয়নের লোকজন।
গত কাল শনিবার সকাল ১১টার দিকে মহাসড়কে লেগুনা গাড়ি চলাচল বন্ধের দাবীতে তারা সড়ক অবরোধ করে । এতে আবদুল কুদ্দুস মাহন চত্বরসহ মহাসড়কের  ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়। সকালে বিশ্বরোড মোড় থেকে লেগুনা পরিবহন আশুগঞ্জ পর্যন্ত চলাচল শুরু করে। এতে বাধা দেয় বাস শ্রমিকরা। ফলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত হয়ে বাস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। র্দীঘ ১ ঘন্টা পর হাইওয়ে পুলিশের চেষ্টায় অবরোধ তুলে নেয় পরিবহন শ্রমিকরা।