Main Menu

২৫ মার্চ জাতীয় গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

২৫ মার্চ জাতীয় গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভিআইপি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় আলোচনা সভার শুরুতেই দিবসটি উপলক্ষে বিশদ আলোচনা করেন প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন।

এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, আ.ফ.ম কাউছার এমরান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, মানবজমিন এর স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম, শাহজাহান সাজু, বাংলাদেশ সময় জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, সাংবাদিক শফিকুল ইসলাম স্বপন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, জিটিভি’র জেলা প্রতিনিধি জহির রায়হান প্রমুখ।
সভায় বক্তারা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।






Shares