Main Menu

সরাইলে ঘূর্ণিঝড়ে অর্ধশত বসতঘর লন্ডবন্ড, আহত:২০

+100%-


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘূর্ণিঝড়ে অর্ধশত বসতঘর লন্ডবন্ড হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ব্রিক ফিল্ডের শ্রমিক, নারী, পুরুষ ও শিশুসহ আহত হয়েছে ২০জন। আজ শনিবার সকালে উপজেলার চুন্টা ও কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামের ২০টি বসতঘর, কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া ও ধর্মতীর্থ এলাকার ৩০টি বসতঘর লন্ডবন্ড হয়ে যায়। এদিকে ধর্মতীর্থ এলাকার আজম ব্রিক ফিল্ডের শ্রমিকদের বসতঘর ঘূর্ণিঝড়ের কবলে ধ্বসে পড়ে এবং ঘরে আশ্রয় নেয়া ২০জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত সোহাগ(৩৫) ও মামুন(২০) নামে ২জন শ্রমিককে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজম ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর বলেন, আহত শ্রমিকদের সরাইল মনোয়ারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুই জন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ।






Shares