পৌর এলাকার পূজা মন্ডপগুলোতে নেতৃবৃন্দের এর সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান বিতরণকালে পৌর মেয়র নায়ার কবির
শারদীয় দূর্গোৎসবকে ঘিরে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে
শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/ সাধারণ সম্পাদক এর সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, কাউন্সিলর শেখ মোঃ মাহফুজ মিয়া, মিজানুর রহমান, ফারুক আহমেদ, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশল মোঃ কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছারসহ বিভিন্ন জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় উপস্থিত পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র মিসেস নায়ার কবির উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ায় অন্যান্য বছরের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, আমরা যে অনুদান দিয়েছি এটা তেমন কিছু নয়, সকলের সাথে একাত্ত্বতা প্রকাশ করা মাত্র। এ সময় তিনি বলেন সামনে জাতীয় নির্বাচন আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)