Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সমাজ সেবা অধিদপ্তর পরিদর্শন করলেন নব-নির্বাচিত মেয়র

+100%-

Capture_32ব্রাহ্মণবাড়িয়ার নব-নির্বাচিত পৌর মেয়র মিসেস নায়ার কবীর বলেছেন, পৌরবাসীর সুচিন্তিত রায়ের উপর ভিত্তি করেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হবার সৌভাগ্য অর্জন করেছি। তাই পৌরবাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। তিনি এ সময় পৌরসভার রাস্তা-ঘাটের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে পৌরবাসীর সহযোগিতা ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কমানা করেন। তিনি আজ বুধবার সকালে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া সমাজ সেবা অধিদপ্তরের সভাপতি আল মামুন সরকার মেয়রকে অভিনন্দন জানান এবং নাগরিক কল্যাণে অগ্রণী ভুমিকা রাখতে মেয়রের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পরিদর্শনকালে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, প্রবীন সাংবাদিক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজউদ্দিন জামি প্রমূখ উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ