Main Menu

কসবা পৌরসভা নির্বাচন ২৫ মে

+100%-

18237-edeডেস্ক ২৪::   ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচন আগামী ২৫ মে। ওই দিন কসবা পৌরসভাসহ ৯টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের উপসচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ১০ অনুযায়ী নির্বাচন কমিশন কসবা পৌরসভাসহ ৯টি পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে এবং ভোট গ্রহণ ২৫ মে।
১৯৯৯ সনের ১৭ আগস্ট কসবা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ১২ জুন।
ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও বিলুপ্ত কসবা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ।






Shares