Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর আলো বুক ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া কিশোর আলো বুক ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতার উদ্ধোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আইনজীবী মনিক রতন শর্মা, সংবাদিক বিশ্বজিৎ পাল, প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সাবেক সভাপতি অভিজিৎ রায়, প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় সার্বিক সমন্বয় করেন প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক আকিল মাহমুদ টিপু।

বিতর্ক প্রতিযোগিতায় জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, গভঃ মডেল গার্লস হাই স্কুল, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ গ্যাস স্কুল এন্ড কলেজ অংশ নেয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই অনুষ্ঠানে কিশোর আলো বুক ক্লাবের ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা সহযোগিতা করেন।

কিশোর আলো বুক ক্লাবের ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়কারী রিফাত মুহিন আলম জানান, প্রথম রাইন্ড, দ্বিতীয় রাইন্ড ও সেমি ফাইনাল এই তিনটি পর্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী সোমবার বিকেলে জেলা শিল্ডকলা একাডেমীতে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ গ্যাস স্কুল এন্ড কলেজের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।






0
0Shares