Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম জাগো ফান্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত

+100%-

jago2গতকাল ২৪শে নভেম্বর ২০১৫ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ায় জাগো ফান্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। জাগো ফাউন্ডেশন যুব সমাজ দ্বারা পরিচালিত একটি সংস্থা যার প্রধান উদ্দেশ্য অশিক্ষা দূরীকরণ ও দারিদ্র বিমোচনের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের দিকে ধাবিত করা। মূলত শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নততর পরিবেশ পুনর্বাসিত করাই জাগো ফাউন্ডেশনের বর্তমান লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে একটি শিক্ষিত জাতি তৈরির উদ্দেশ্য জাগো ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। এছাড়া জাগো ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক সংগঠন আছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ। বাংলাদেশে ভলান্টিয়ার ফর বাংলাদেশই প্রথম সংস্থা যার বৃহৎ পরিসরে বিশ্ব শিশু দিবস উদযাপনের আয়োজন করে। এবারের কর্মসূচীর মূলমন্ত্র- “সবার জন্য মানসম্মত শিক্ষা”। এই প্রচারাভিযানের মাধ্যমে প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রতিটি নাগরিককে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে উদ্ভুদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। jago1
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পি.পি.এম এবং সভাপতি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র, জনাব মোঃ হেলাল উদ্দিন। সবার বক্তব্য ছিল উৎসাহ মূলক ঃ যে তোমাদের উদ্যোগ ভাল, এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি। তবে যেহেতু মাদক একটি মারাত্মক ব্যাধি। বিশেষ করে মাদক যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। মাদক এর বিরুদ্ধে দাড়াও। মাদক কে না বলুন। আর এই পথ শিশুদের পাশে দাড়ানো একটি মহৎ কাজ। তোমরা সবাই ছাত্র। তোমরাই পাড়বে। এগিয়ে যাও। ধন্যবাদ জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশকে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বমোট ৬০জন স্বেচ্ছাসেবক ও ২২জন পথ শিশুর অংশগ্রহনে সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ পার্ক এ অনুষ্ঠানটি উদযাপন করেছে। উল্লেখ্য থাকে যে, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত ছিল এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় শিল্পীগণের গানের তালে তালে নেচে গেয়ে উঠেছিল এই পথশিশুগুলি। তাদের চোখে মুখে ছিল আনন্দের বন্যা। উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন মোঃ তারেক আজিজ (রিপ্রেজেন্টিটিভ), শেখ সাদী আহম্মেদ (ভলান্টিয়ার ম্যানেজমেন্ট), কাজল চন্দ্র সূত্র ধর, মিরন ইসলাম, সোহান মিয়া, সামিউল মারুফ রেজা, তানভীর আরফীন, কাজী মাজহারুল ইসলাম সুজন সহ মোট ৬০জন স্বেচ্ছাসেবক।
বিঃ দ্রঃ জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার ৬০জন সেচ্ছাসেবক-ই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রেস রিলিজ






Shares