Main Menu

সকল শ্রমিকদের একে উপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভুতিশীল মনোভাবের পরিচয় দিতে হবে:: শালিসী সভায় মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

20151124_120204.ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আধুনিক সভ্যতার বিনির্মানে সকল প্রকার শ্রমিকদের ভূমিকা অনস্বিকার্য। শ্রমিকদের পরিশ্রমের কারনে আমাদের সভ্যতার উন্নতি হয়। পৃথবীর সকল শ্রমিকরাই পরস্পর পরস্পের উপর নির্ভশীল। তাই কোন পেশার শ্রমিককে ছোট বা খারাপ বলার উচিত নয়। মালিক- শ্রমিক বা শ্রমিক-শ্রমিক একে উপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভুতিশীল মোনভাবের পরিচয় দিতে হবে। বিপদে আপদে একে অন্যকে সহযোগিতা করতে হবে। নিজেদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে সবাইকে ঐক্য বদ্ধ থাকতে হবে।

মেয়র গতকাল সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত জেলার সিএনজি ও বাস মালিকদের মধ্যকার বিরোধ নিস্পত্তিকল্পে এক শালীসী সভায় সভাপতির উপরোক্ত কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি, সাবেক কাউন্সিলর শেখ মোঃ মহসিন, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কাউছার আহমেদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল বাশার, আওয়ামীলীগ নেতা হাজী নিজাম উদ্দিন, আনিসুর রহমান চৌধুরী, মোঃ বাহার চৌধুরী, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, মোঃ আব্দুল আওয়াল, হাজী মোঃ মমিন মিয়া, মোঃ আলমগীর মিয়া, শ্রমিক নেতা ফুল মিয়া ভুইয়া, মোঃ স্বপন মিয়া, মোঃ সেলিম মিয়া প্রমুখ ।প্রেস রিলিজ






Shares