Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গীত শিল্পী ঝুমানা কামাল এর ইন্তেকাল ॥ ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের শোক প্রকাশ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় কন্ঠশিল্পী ও সঙ্গীত শিল্পী হৃদয় কামালের স্ত্রী ঝুমানা কামাল আজ রোববার ভোরে রক্তচাপ জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি— রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর । স্বামী, তিন বছরের শিশু সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। ঝুমানার মৃত্যুর সংবাদে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শেষ বিদায় জানাতে আত্মীয় স্বজন সংস্কৃতি সেবীরা তার বাড়িতে যায়। বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামে জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা ও পরে বিরাসার গোরস্তানে দাফন করা হয়।
এদিকে সঙ্গীত শিল্পী ঝুমানার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা মরহুমার রুহের মাগফেরাত কামনা বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সকল সদস্যদের পক্ষে শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক আনিছুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ কালোব্যাজ ধারণ সহ আগামী বুধবার বাদ আসর দোয়া মাহফিলের কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া অকাল প্রয়াত ঝুমানার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করা হয়।