ব্রাহ্মণবাড়িয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর র্যালী অনুষ্ঠিত
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা, ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্রাহ্মণবাড়িয়া জেলায় গতকাল শুক্রবার সকালে ৩৮তম জাতীয় সমাবেশ ২০১৮ উদ্বোধনী র্যালীর আয়োজন করে।
স্থানীয় লোকনাথ দিঘীর পাড় থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান পিএএমএস, সার্কেল এ্যাডজুটেন্ট নুরুল আবছার চৌধুরী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হানিফ মিয়া খাদেম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ এহসানুল হকসহ জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার এবং ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।