বাহরাইনে ব্রাহ্মণবাড়িয়ার যুবকের আত্মহত্যা
বাহরাইনে শামছুল আরেফিন নামে এক বাংলাদেশি যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মধ্যশরিফপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার কোনো সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারনা করছেন কক্ষের অন্য বাসিন্দারা।
তারা জানান, প্রতিদিনের মত সকালে রুমের সবাই কাজে চলে যায়। তখন শামছুল আরেফিন রুমে একা ছিলেন। কাজ শেষে বিকালে ফিরে এসে তারা দেখতে পায় যে, ফ্যানের সাথে ঝুলে আছেন আরেফিন। পরে তারা খবর দিলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য সালমানিয়া হাসপাতালে নিয়ে যায়।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে. এম. মমিনুর রহমান দূতাবাসের জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন সিকান্দারকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখার নির্দেশ দেন।
তাজউদ্দিন সিকান্দার জানান, কাজ না থাকায় মানসিক ভারসাম্য হারিয়ে হয়তো সে আত্মহত্যা করে থাকতে পারে। প্রকৃত ঘটনা ময়নাতদন্তের পরে জানা যাবে।