Main Menu

জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

dcmeetingজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদ, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ায়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ্ জামী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভূইয়া, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আনিছুল হক ভূইয়া, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সরাইল উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আব্দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ, পিপি অ্যাডঃ নূর মোহাম্মদ জামাল, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, জেলা জাসদ সভাপতি অ্যাডঃ আখতার হোসেন সাঈদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত সহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসুল হক। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সব ধরণের কিলিং এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বর্তমানে জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি এ সময় আরো বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের আরো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারী বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জেলাবাসী যেন নির্বিঘেœ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি শহরের দক্ষিণ পৈরতলা থেকে চলাচলকারী ঢাকাগামী সকল বাস স্টপিস বন্ধ করার আহবান জানান। অনতিবিলম্বে ভাদুঘরে নির্ধারিত বাসষ্ট্যান্ড থেকে বাসগুলোকে চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।






Shares