জনগনের হাতের কাছে মৌলিক স্বাস্থ্য সেবা পৌছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে:: ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানে মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন জনগনের হাতের কাছে মৌলিক স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকার। সরকারের ভিশন অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের জনগন হাতের কাছে তাদের মৌলিক স্বাস্থ্য সেবা পাবে। পাশাপাশি ২০৪১ সালের মধ্যে আমরা একটি সুস্থ সবল-রোগ মুক্ত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। আর এ লক্ষেই সরকার কাজ করে যাচ্ছেন।
মেয়র গতকাল শনিবার সকালে ভাদুঘরে সাবেক কমিশনার শামিমা আক্তারের বাড়ির প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত পৌর এলাকায় “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন দেশের ভবিষ্যত প্রজন্ম শিশুদেরকে সুস্থ-সবল ও রোগ মুক্ত রাখতে সরকার জাতীয় টিকাদান কর্মসূচির প্রচলন করেছে। তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” কে সফল করার জন্য সকলকে সহযোগিতার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. হাসিনা আখতার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ডাবলু, মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদির নোমান, সাবেক কমিশনার শামিমা আক্তার প্রমুখ। সভা পরিচালনা করেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম.মোঃ রেজাউল করিম ভূইয়া।প্রেস রিলিজ