Main Menu

উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

mayor15115ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন দুইবার পৌরসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও বিশ্বের বিভিন্ন আধুনিক দেশ সফর করার অভিজ্ঞতা দিয়ে আমি এই পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন পৌরসভার প্রত্যেক এলাকাতেই বিভিন্ন উন্নয়ন কাজ হয়েছে এবং আরো অনেক উন্নয়ন কাজ চলমান আছে। চলমান এসব উন্নয়ন কাজের ধারাবাহিতা যাতে কোন ভাবে নষ্ট না হয় সে জন্য পৌরবাসী সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য পৌরবাসী সকলের দোয়া সহযোগিতা কামন করেন।

মেয়র গতকাল রাতে পৌরসভার গোকর্ণঘাটের সরকারবাড়ি, শরিতউল্লাহ বাড়ি ও ফকির বাড়ির বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিয়ম সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের দোয়া সহযোগিতা কামন করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ রাশেদ আলীর সভাপতিত্বে মতবিনিম সভায় বক্তব্য রাখেন এড. আব্দুল বাছির, মোঃ বসু মিয়া, মোঃ জিল্লু মিয়া, মোঃ শিরু মিয়া সরকার, বিল্লাল সরকার, খায়ের মিয়া, মমিন মিয়া, এরশাদ মিয়া, সোহানুর রহমান, সাদেক মিয়া, মোঃ জামাল আহমেদ, শাহ আলম খন্দকার, রফিক মিয়া, সামছু মিয়া, কাউছার মিয়া, দানু মিয়া, আলাউদ্দিন আলাল, মোঃ কামাল আহমেদ, খোকন কান্তি আর্চায্য, মোঃ আব্দুল বাছির, সালাম মিয়া, আবু ইউসুফ প্রমুখ। সভা পরিচালনা করেন এড. মোঃ আবু ইউসুফ।প্রেস রিলিজ






Shares