Main Menu

চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংঘের পুনর্মিলনী উদযাপনের সিদ্ধান্ত

+100%-

chandব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন মাছিহাতা ইউনিয়নের অর্ন্তভুক্ত চান্দপুর তজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংঘের উদ্যোগে পুনমিলনী উদযাপন উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উক্ত বিদ্যারয়ের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে এম ইদ্রিস চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাফল্যজনক এবং আন্তরিক অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন দিক আলোচনা করে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ভূইয়া, প্রাক্তন ছাত্র সংঘের সহ সভাপতি জাফরুল কুদ্দুছ কাজল, খুরশিদুর রহমান ভূঁইয়া, শরীফুল ইসলাম, আলহাজ্ব আবদুল আলিম, হাজী নাছির উদ্দিন, আজিমুল হক, ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, আলহাজ্ব এডঃ ইসমাইল মিয়া, এডঃ আজিজুর রহমান, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মোঃ ফজলুল হক আজাদ, জিল্লুর রহমান জনি, মোস্তফা দেলোয়ার, শাহনুর ভূইয়া শানু, জসিম উদ্দিন রানা, আবদুল্লাহ্ আল মামুন ভূইয়া, নূর আলম, আরিফুর রহমান ভূইয়া, সাংবাদিক আরিফুল হক জুয়েল। সমগ্র সভা পরিচালনা করেন সুপ্রীর্ম কোর্টের এডঃ মোঃ বাকের উদ্দিন ভূঁইয়া।

সভায় আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর পুনর্মিলনী অনুষ্ঠান সফলের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।প্রেস রিলিজ






Shares