Main Menu

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বিদায় সংবর্ধনা

সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এ ভালবাসা আমার চিরদিন স্মরণ থাকবে:: ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

গত শুক্রবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ডের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইা, জেলা জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এড. এস এম ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা এডঃ মিন্টু ভৌমিক এবং জেলা কামন্ডের সাবেক সহকারী জেলা কমান্ডার ওয়াছেল সিদ্দিকী। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা হাজী তাজুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল দাশ। সভায় সকল বক্তাই বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উন্নয়নে তার অবদানের জন্য ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের তিনি যে সহযোগিতা করেছেন বিশেষ করে উপজেলা কমান্ড কার্যালয়, কার্যালয়ের জন্য ল্যাপটপসহ অসহায় বীর মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র প্রদান করার কথা উল্লেখ করেন। বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন তার বক্তব্যে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা সংবর্ধনা প্রদানের মাধ্যমে যে ভালবাসা তারা তাঁকে দিয়েছেন এ ভালবাসা তিনি চিরদিন স্মরণ রাখবেন।  আলোচনাসভা শেষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার এবং সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্ বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।






Shares