সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভা
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে
ডেস্ক ২৪:: সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভা গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে সদর উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে বলেন, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি ঈদ-উল আযহা উপলক্ষে সদর উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি সকল ইউপি চেয়ারম্যানগনকে যার যার এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির দিকে খেয়াল রাখতে আহবান জানান।
কমিটির সভায় কমিউনিটি পুলিশের সম্মেলন সুন্দর ও সফল হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএমকে ধন্যবাদ জানানো হয়। সভায় কমিটির সদস্য এম.এ.এইচ মাহবুব আলম তৃতীয় বারের মতো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। সভায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পুনিয়াউটে ঝামেলা বিহীনভাবে পশুর হাটের কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ইউপি চেয়ারম্যান আল-আমিনুল হক পাবেল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, পৌর কাউন্সিল খবির উদ্দিন, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ও আইন-শৃংখলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।