Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে — আল মামুন সরকার

+100%-

%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0ডেস্ক ২৪::সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫নং ওয়ার্ডের নাটাই উত্তর, নাটাই দক্ষিণ, সাদেকপুর, তালশহর পূর্ব, শরিফপুর, তারুয়া ও বুধল ইউনিয়নের ভোটারদের সাথে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী ও সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, নাটাই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ্ বাহার, নাটাই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম আব্দুল হাই, বুধল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, তালশহর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক ওসমান, শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাফি উদ্দিন চৌধুরী, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস হাসান প্রমুখ।

পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি এ সময় সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন, এখন থেকেই আমাদের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।






Shares