অস্থিতীশীল বাজার নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ায় নামছে র্যাব, মোবাইল কোর্টের বদলে বিশেষ ক্ষমতা আইনে জেল
করোনা ভাইরাস আতঙ্কের চেয়ে এখন বড় আতঙ্ক যেন ছড়িয়ে পড়েছে নিত্যপণ্যের বাজারে। বাজারে চালু, আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে সব দ্রব্যের মূল্যই উর্ধ্বমূখী। এ অবস্থায় শনিবার দুপুর থেকে বাজার পর্যবেক্ষণে নামার ঘোষণা দিয়েছে র্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
শনিবার বেলা ১১ টা থেকে শুরু হওয়া করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, বাজার মূলত সিন্ডিকেট করে অস্থির করা হয়েছে। কোন ধরনের পণ্যের কোন সংকট নেই। বাজার কমিটির নেতারা এ ধরনের ফোরামে এসে একরকম কথা বলেন, কিন্তু তারা বাজার নিয়ন্ত্রণে কোন ভূমিকা রাখেন না। আমরা আজ থেকে অভিযানে নামব, কৃত্তিম সংকট সৃষ্টির প্রমাণ পেলে মোবাইল কোর্টে কোন সাজা হবে না। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।