Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার প্রতিরোধ : এলাকায় না থাকা চেয়ারম্যানদের বিরুদ্ধে ২৪ ঘন্টায় ব্যবস্থা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী অধ্যুষিত জেলা। সবশেষ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে ১৮ মার্চ পর্যন্ত ৬৫৫২ প্রবাসী জেলায় ফিরেছেন। এর মধ্যে ৩৭৬ হোম কোয়ারাইনটাইনে রয়েছে। বাকি প্রবাসীদের হোম কোয়ারাইনটাইনে রাখার জন্য প্রতি ইউনিয়নে তিনটি করে কমিটি করে দেয় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি।

কিন্তু অনেক চেয়ারম্যান এলাকায় না থাকায় এসব কমিটি ঠিকমত কাজ করতে পারছেনা বলে শনিবার সকাল থেকে শুরু হওয়া করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় আলোচনায় আসে।

তখন কমিটির সভাপতি জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং যাদের পাওয়া যাবে না তাদের প্রত্যাহারে ২৪ ঘন্টায় ব্যবস্থা নেবেন বলে হুশিয়ারী দেন।






Shares