সদর হাসপাতালে ন্যাক্কারজনক ঘটনায় জেলা নাগরিক কমিটির দুঃখ প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহ্ একযুক্ত বিবৃতিতে বলেন, গত বুধবার ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালটি জেলার ৩৪ লক্ষ লোকের চিকিৎসা সেবা দিয়ে আসছে। কিন্তু দুঃখের সহিত বলতে হয় কিছুদিন পর পর এই হাসপাতালে লজ্জ্বাজনক ঘটনার সৃষ্টি হয়, যা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা ও চিকিৎসকদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে। চিকিৎসা পেশা একটি মহান পেশা, এই মহান পেশায় নিয়োজিত চিকিৎসকদের সাথে, আরো একটি মহান পেশায় নিয়োজিত সাংবাদিকগণের সাথে বেশ কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়।
আমরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ এই ঘটনার পূর্ণ তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবী করছি। অনতিবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালের দুর্বল প্রশাসন ও কর্মকর্তা কর্মচারীদের সঠিক দায়িত্ব এবং বাহিরের লোক ও ঔষধ কোম্পানী প্রতিনিধিগণের চাপের মুখে সদর হাসপাতাল প্রশাসন আরো দুর্বল হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। বিগত স্বাস্থ্য সেবা কমিটির সভায় সভার সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার মাঠি ও মানুষের প্রিয় নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের কঠোর নির্দেশ রোগী দেখার সময় এবং নির্ধারিত সময়ের আগে কোন ঔষধ কোম্পানী প্রতিনিধিগণ ডাক্তারের পাশে থাকতে পারবে না। উনার নির্দেশ উপেক্ষা করে গত বুধবার ঘটে ঘটনাটিতে বহিরাগত লোকদের সুত্রপাত ছিল যা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। এই বিষয়টি কঠিনভাবে দেখা উচিত। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য সেবা কমিটির সম্মানিত সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।প্রেস রিলিজ