Main Menu

জামায়াত-শিবিরের ০৫ নেতাকর্মী গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে এসআই/ইশতিয়াক আহমেদ, এসআই/মোঃ সোহাগ রানা, এসআই/মোঃ দেলোয়ার হোসেন, এসআই/মোঃ আনিছুর রহমান, এএসআই/কানাই লাল চক্রবর্তী, এটিএসআই/হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত ২২.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোডস্থ পাওয়ার হাউজ এর পরিত্যক্ত অফিস থেকে শিবির কর্মী ১। রোকন উদ্দিন (২২) ২। রুবেল মিয়া (২০), উভয় পিতা-দুধ মিয়া, সাং-সুহিলপুর, ৩। শাহ আকরাম উদ্দিন আজাদ (২৫), পিতা-শাহ কুতুব উদ্দিন, সাং-দক্ষিণ মৌড়াইল, ৪। মাজাহারুল ইসলাম রাজীব (৩৫), পিতা-সহিদুল ইসলাম, সাং-মধ্যমেড্ডা, ৫। মোঃ নাছির উদ্দিন (৩৬), পিতা-সাদির মিয়া, সাং-সুলতানপুর, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াগনকে গ্রেফতার করা হয় এবং ঐ সময় ঘটনাস্থল থেকে ১। রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বই ০১টি, ২। ইসলামী ছাত্র শিবির বি বাড়িয়া জেলা আলোচনা নোট, সূচীপত্র বই ০১টি এবং ৩। লিফলেট ২০টি উদ্ধার করা হয়েছে। উলে¬খ্য যে, বর্ণিত আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা ঘটনাস্থল শিমরাইলকান্দি পাওয়ার হাউজ এর পরিত্যক্ত অফিসে সরকার বিরোধী ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করার জন্য গোপন বৈঠকে সমবেত হয়েছিল। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করে সকল আসামীগনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি






Shares