বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
গতকাল ২৮ মে বৃহস্পতিবার ছিল বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৬৪ জেলার ন্যায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের আয়োজনে বেসরকারী সংস্থা ব্র্যাক, মেরী স্টোপস ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায়ও দিবসটি পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা শাপলার নির্বাহী পরিচালক এস. এম শাহীন, সূর্যের হাসির ম্যানেজার এনামুল হক, সাংবাদিক আবুল হাসনাত অপু, নার্সিং ইন্সষ্ট্রাক্টর ইনচার্জ সখিনা বেগম এবং জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি ফেরদৌসি বেগম।
এবারের বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য বিষয়- “প্রতিটি জন্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ”। বক্তারা প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। পরিকল্পিত পরিবার, বিবাহিত নারীর সন্তান ধারণের সিদ্ধান্তের ক্ষমতা, প্রসব পরিকল্পনা, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, পুষ্টি বিষয়ে বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আবু সাঈদ বলেন, নিরাপদ মাতৃত্ব বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়েই সরকার দিবসটিকে গুরুত্ব সহকারে পালন করছে। বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে সাফল্য সারা বিশ্বে প্রশংসনীয়। বাংলাদেশ সারা বিশ্বে এখন মডেল হিসেবে স্বীকৃত। মাতৃ মৃত্যু, শিশু মৃত্যুর হার লক্ষ্যনীয়ভাবে কমে এসেছে। পোলিও নির্মূলসহ স্বাস্থ্য খাতের সাফল্য ঈর্শ্বনীয়। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমডিজি ফোর, সাউথ সাউথ এবং জাতি সংঘ পুরস্কারে ভূষিত হয়েছেন যা বাংলাদেশের গৌরব বয়ে এনেছে। তিনি আরো বলেন, নিরাপদ মাতৃত্বই দিতে পারে নিরাপদ প্রসব এবং সুস্থ শিশু যারা আগামী দিনের জাতির কান্ডারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বদেশি’র নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান।প্রেস রিলিজ