Main Menu

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে আমরা নিবেদিতভাবে কাজ করতে চাই- আলহাজ্ব মোঃ মুনছুর আলী

+100%-

গতকাল শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়াস্থ ক্ষণিকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মোঃ মুনছুর আলী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা শাহজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক  সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন শাহ আলমগীর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি যুগ্ম মহাসচিব মোঃ কামাল হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মাজুয়ারা বেগম, সদস্য মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কুমিল্লা’র আহবায়ক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল, নাকিব আলী হোসেন, ফরিদ উদ্দিন, নরসিংদীর আহবায়ক নেপাল চন্দ্র প্রমুখ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শাহজালাল, মোস্তফা দেলোয়ার, জাকির আহমেদ খান, আবু কাউছার প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোরআন তেলোয়াত করেন মোঃ শুক্কুর আলম, গীতা পাঠ করেন সুজিত কুমার চক্রবর্তী, মোনাজাত পরিচালনা করেন মাওঃ শাহ মোঃ অলিউল্লাহ্। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মুনছুর আলী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে আমরা নিবেদিতভাবে কাজ করতে চাই। এই কল্যাণ সমিতির মাধ্যমে শিক্ষকদের নূন্যতম সহযোগিতা করতে চাই। আসুন আমরা সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাই। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক আসাদুজ্জামান ভূইয়া ফুল মিয়া, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরকার, মোঃ মাহতাব মিয়া, গোলাম মোস্তফা, আব্দুল কুদ্দুছ সহ ১৭ কমিটির নাম ঘোষণা করা হয়।প্রেস বিজ্ঞপ্তি






Shares