পিনাকী ভট্টাচার্য্য’র পরলোকগমণে ‘সৎসঙ্গ বিহার’ ব্রাহ্মণবাড়িয়া গভীরভাবে শোকাহত
শহরের পশ্চিম মেড্ডা এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবক পিনাকী ভট্টাচার্য্য গত ২০ মে রাত সোয়া ১১টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে পরলোকগমণ করেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছাতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পিনাকী ভট্টাচার্য্য ‘সৎসঙ্গ বিহার’ ব্রাহ্মণবাড়িয়া এবং ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’ ব্রাহ্মণবাড়িয়ার ভূমিদাতা। তিনি ভুবন মঙ্গল কীর্তন সমিতির সভাপতি, কালভৈরম মন্দির পরিচালনা কমিটির সভাপতি, মহাদেব ট্রাষ্টের সাধারণ সম্পাদক, কুমিল্লা মহেশ ট্রাষ্টির একজন ট্রাষ্টি ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া হিন্দু সম্প্রদায়ের অভিভাবক হিসেবে বিভিন্ন কাজে অবদান রেখে গেছেন। উনার পরলোকগমণে ব্রাহ্মণবাড়িয়া বাসী একজন অভিভাবক হারালেন। যার স্থান অপূরণীয়। উনার পরলোকগমণে সৎসঙ্গ বাংলাদেশ গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনায় সৎসঙ্গ বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।