Main Menu

বীর মুক্তিযোদ্ধা আম্বিয়া আজম’র মূত্যুতে শিউলী আজাদ’র শোক

+100%-

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. আলী আজম ভূইয়ার স্ত্রী ও মহিয়সী নারী মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা আম্বিয়া আজম’র মূত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন শহীদ ইকবাল আজাদ’র সহধর্মীনি আওয়ামীলীগ নেত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। এক শোক বার্তায় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিউলী আজাদ বলেন মহিয়সী নারী আম্বিয়া আজম আমাদের নারীদের আর্দশের প্রতিক। তিনি একজন নারী হয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা আমাদের এই প্রজন্ম’র নারীদের অনুপ্রেরণার স্থান। মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা এ জাতি চিরদিন মনে রাখবে। পাশপাশি তিনি জান্নাত নসিব করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা ও শোক সন্তপ্ত পরিবাবে প্রতি গভীর সমবেদনা জানান।