Main Menu

শীর্ষ মাদক বিক্রেতা মোঃ দ্বীন ইসলাম, প্রকাশ ড্যান্ডি গ্রেফতার

+100%-

গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় এসআই মোঃ ইশতিয়াক আহম্মেদ  ও সঙ্গীয় ফোর্স, অত্র থানাধীন উত্তর কাউতলী দুলাল মিয়ার নির্মাণাধীন  বিল্ডিং পূর্ব পাশে গলির ভিতর থেকে আসামী দ্বীন ইসলামকে আটক করা হয় এবং তার পকেট থেকে ৭০ (সত্তর) পিছ এ্যাম ফিটামিনযুক্ত মাদক দ্রব্য (ইয়াবা) ট্যাবলেট এবং ২০০ টাকা উদ্ধার করা হয়। যাহার প্রতিটি ট্যাবলেটের গায়ে এক পাশে ইংরেজীতে ডণ লেখা সংযুক্ত, যাহার ওজন অনুমান ০.০৭ গ্রাম, যাহার মূল্য অনুমান ৩০০X৭০=২১,০০০/- টাকা । তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।

১১/০৫/২০১৫ তারিখ ১৯.৩০ ঘটিকার সময়  বিজয়নগর থানাধীন মির্জাপুর টু পাহাড়পুর কাঁচা সড়কে সহদেবপুর গ্রামস্থ ইদন মিয়ার বাড়ীর সামনে থেকে এস আই জালাল উদ্দীণ ভুঁইয়া, বিজয়নগর থানা ও এ, এস, আই আবু তাহের, মির্জাপুর তদন্ত কেন্দ্র, বিজয়নগর এর নের্তৃত্বে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা সহ মোটর সাইকেল নিয়ে বহনের দায়ে দুইজন আসামী কে গ্রেফতার করা হয়। আসামীরা হল, (১) জালাল (৪০) পিং- মৃত লাল মিয়া, (২) মোঃ হরমুজ (২৫) পিং- রুহুল আমিন, উভয় সাং- কালাছড়া, থানা- বিজয়নগর, জেলা- ব্রাম্মনবাড়িয়া। আসামীদের হেফাজত হতে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৪০(চল্লিশ) কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত একটি রেজিঃ নাম্বার বিহীন WALTON FUSION  মোটর সাইকেল উদ্ধার পুর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে বিজয়নগর থানার মামলা নং- ৩১ তারিখ- ১১/০৫/২০১৫ ইং ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৭(খ)/২১ রুজু হয়। আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।প্রেস রিলিজ