বস্তিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরসভার অবহেলিত নি¤œ আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তাবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল বস্তি এলাকায় এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। পৌরবাসী সকলকে এসব অবকাঠামো ব্যবহারে সচেতন হতে হবে এবং সমস্ত অবকাঠামোর রক্ষণা বেক্ষণ করতে হবে। মেয়র গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বস্তি উন্নয়ন কার্যক্রমের আওতায় পৌরসভার উত্তর পৈরতলা ফুটপাত নির্মান কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন বর্তমান সরকার নারী বান্ধাব সরকার। সরকার নারীদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি আবুল হাসেম, আব্দুল অজিজ, আলাউদ্দিন আলাল, দুলাল মিয়া, আব্দুল মোতালিব, শহিদ মিয়া, কালু মিয়া, ফারুক মিয়া, রুনু মিয়া, সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী টিটন দাস, অমরেশ বাবু, নিখিলচন্দ্র দাসসহ উত্তর পৈরতলা এসআইসির সদস্যবৃন্দ।প্রেস রিলিজ