ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্নাতকোত্তর কোর্সে ৭টি নতুন বিষয় অন্তর্ভূক্তি : পৌর মেয়রের অভিনন্দন
শিক্ষা সংস্কৃতির পাদপীঠ ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে ৭টি নতুন বিষয় অন্তর্ভূক্তি করায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। বিবৃতিতে মেয়র বলেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এই ব্রাহ্মণবাড়িয়ায় একটি শিক্ষা বিপ্লব ঘটিয়েছেন। তাঁর অক্লান্ত প্রচেষ্ঠায় ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরা শিক্ষার সুযোগ পাচ্ছে এবং অপেক্ষাকৃত উন্নত এলাকার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও আসন বৃদ্ধি ও লেখাপড়ার মান বৃদ্ধি করেছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্নাতকোত্তর(মাস্টার্স) কোর্সে ৭টি নতুন বিষয় অন্তর্ভূক্তি হয়েছে। এতে এই আঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ আরো সুগম হবে। তাদেরক বেশী টাকা পয়সা খরচ করে আর দূরে বা বিদেশে যেতে হবে না। এই জন্য আমি তাঁকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ইতোমধ্যে চালু থাকা স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে গণীত ও রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি নতুন আরো ৭টি বিষয় অন্তর্ভূক্তি করা হয়। বিষয় গুলি হচ্ছে বাংলা, ইংরেজী, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।প্রেস রিলিজ