Main Menu

শিক্ষাবৃত্তি প্রদান করেছে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস

+100%-

গতকাল মঙ্গলবার বিকালে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসের আয়োজনে সিএসআর এর আওতায় শিক্ষা বৃত্তি ২০১৪ প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা বেগম। সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ব্রাহ্মণবাড়িয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ব্রাহ্মণবাড়িয়ার এসিসষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল মতিন, প্রাণকৃষ্ণ সাহা, এক্সিকিউটিভ অফিসার মোঃ আক্তার হোসেন, সিনিয়র অফিসার মোঃ জসিম উদ্দিন খাদেম, অফিসার মোঃ হুমায়ুন কবির, সোনালী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের কর্মচারী ইউনিয়ন ২০২ এর সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন সরকার প্রমুখ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মঞ্জুরা বেগম বলেন, বর্তমান সরকার উপবৃত্তির বিষয়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তার একটিই কারণ লেখাপড়ায় ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে তোলা এবং আর্থিকভাবে দুর্বল যারা তারা এই উপবৃত্তির কারণে সবচেয়ে বেশি উপকৃত হবে। তারই অংশ হিসেবে আমি মনে করছি সোনালী ব্যাংক এ রকম একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আমি এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি আশা করব সোনালী ব্যাংক তাদের এই কার্যক্রমের পরিধি আরো প্রসার ঘটাবে। সভাপতির বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার এনামুল হক বলেন, মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে যে বৃত্তি প্রদান করা হচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সোনালী ব্যাংক কাজ করে যাবে। আমরা চাই আমাদের ক্ষুদ্রতম সহযোগিতার মাধ্যমে ছাত্র ছাত্রীরা উৎসাহিত হোক। পড়াশুনায় তারা আরো মনোযোগী হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। পরে অতিথিবৃন্দ ৯জন মেধাবী ছাত্র ছাত্রীর মধ্যে এককালীন পনের হাজার টাকা করে প্রদান করেন।প্রেস বিজ্ঞপ্তি






Shares