Main Menu

সুস্থ-সবল ও রোগ মুক্ত জাতি গঠনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

সুস্থ-সবল ও রোগ মুক্ত জাতি গঠনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আমাদের আগামী প্রজন্ম শিশুদেরকে সুস্থ-সবল ও রোগ মুক্ত রাখতে এবং দেশের মানুষের অন্যতম মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা সুনিশ্চত করতে বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। মেয়র গতকাল সোমবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” উপলক্ষে এডভোকেসী সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে। পাশাপাশি ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও হামের জটিলতা কমায় এবং শিশু-মৃত্যুর ঝুঁকি কমায়। তিনি বিভিন্ন সময়ে শিশু টিকা নিয়ে গুজুবের কথা উল্লেখ করে বলেন একটি মহল নিজেদের অজ্ঞতা বসত এসমস্ত কাজ করে থাকে। অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থেকে এই ক্যাম্পেইনকে সাফল্য মন্ডিত করার জন্য সকলকে সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদির নোমান। সভা পরিচালনা করেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম.মোঃ রেজাউল করিম ভূইয়া। সভায় পৌরসভার কাউন্সলর বৃন্দ, জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ, টিএলসিসির সদস্য, স্কুল শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দেশের শিশুদের রাত কানা, হাম ও ডাইরিয়া রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রলালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন উদযাপন করে থাকে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের মত এ বছরও আগামী ২৫ এপ্রিল শনিবার দিনব্যাপি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৭২টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’  ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’  ক্যাপসুল খাওয়ানো হবে।






Shares